এখনো সেই  আগের মতো,
তোমাকে স্বপ্ন দেখে,
আচমকা ঘুম ভেঙে যায়!
মধ্য রাতের আঁধারে।
তারপর নিশাচর পাখির মতো -
ডানায় ভর করে,
হটাৎ উড়ে যাই আকাশে!
হিম কুয়াশা পেরিয়ে -
থমকে দাঁড়াই নক্ষত্রের বুকে।
দূরের ছায়াপথ দেখে,
নিজেকে হারাই কল্পনার অসীমে!
নতুন পৃথিবীর মাঠে -
খুঁজে পাই তোমার অস্তিত্ব,
শহরে নগরে বন্দরে-
মাঠে ময়দানে গ্রামে গঞ্জে,
সহস্র জনতার ভীড়ে!
যেদিকে তাকাই সেদিকেই তুমি -
যেন মিশে আছে-
তোমার অদৃশ্য আত্মার ছায়া!
শতরূপে বিচিত্র সমাহারে।