আজ মনে পড়ে সেই-
আঠারো বছর আগের কথা,
পৌষের কনকনে ঠান্ডার ভিতর -
ঘুমিয়ে ছিলাম তোমার শয্যায়!
হটাৎ চোখ মেলে দেখি-
অন্ধকারের স্তব্ধতা ভেদ করে,
কে যেন দাঁড়িয়ে আছে!
ঠিক আমার মাথার পাশে।
আমি অপলক চাহুনিতে শুধু,
দেখেছি তার রূপের আগুন,
যেন মূহুর্তেই সব কিছু,
পুড়িয়ে ছারখার করে দিবে।
এই তবুও অবুঝ মন,
অজ্ঞতা ভুলে দেখেছে তারে,
শত রূপে শত বার!