জীবনের সন্ধ্যা বেলা,
সাঙ্গ করে খেলা,
হারাবো তখন আমি,
আঁধার দিবে চুমি-
নিথর দেহের অন্ধকারে,
যদি আসতে ফিরে!
সেইদিন ওগো সাথী -
নিভে যাবে বাতি-
দূরে যাবে মোহ,
ক্রোধ আর দ্রোহ!
ভেঙে যাবে ভুল,
কেঁদে হবে আকুল!
কবর দেশের পরে,
নয়ন জলে ভরে,
ভাসিয়ে দিও তরী-
যদি আসে বিভাবরী!
তবুও তোমার চেতনায়,
রঙ না বদলায়!.
যেমন করে একালে,
ফুটেছিলে শ্রাবণের সকালে!
বাগিচা'র  ফুল হয়ে,
আবার এসো কয়ে-
তোমার নিয়তির কাছে,
পূর্নজন্মের এই গাছে!