নিশি তোমাকে দেখেছিলাম সেই সৃষ্টির আদিতে-
তুমি আর আমি কতকাল ভিন্ন দেহে অভিন্ন সত্তাতে
ভাসমান  ছিলাম শতসহস্র কোটি বছর  এক গঙ্গাতে!
সৃষ্টির গুহ্য স্বমহিমায় আসি আমরা  এই অবনী পরে!
তারপর তোমাকে হারিয়েছি অগণিত আদম সন্তানের ভিড়ে!
তোমাকে হারিয়ে সঙ্গী বিহীন নিঃস্ব নগরে দ্বারে ---
আত্মিক বোধে তোমার সন্ধানে  বহুবার গিয়েছি ফিরে!
অতৃপ্ত প্রাণের ধ্বনিতে কেঁপে উঠতো হৃদয়ের নীড়!
অজান্তেই ঝরে পড়তো বন্ধু তোমার রুদ্রের চোঁখের নির!
কতকাল কতযুগ যুগান্তর  তুমি  বিহীন এই মহাযাত্রা-
একাকিত্বে বিলীন হয়েছিলো মনগঙ্গার স্রোতের মাত্রা!
জীবন বেলার অন্তিম ক্ষণে হটাৎ  একদিন দুরালাপনে----
খুঁজে পেলাম হারানো সহযাত্রী'র প্রতিচ্ছবি হৃদয় দর্পণে!
সহসা আকুলে খুলে গেলো দীর্ঘ শ্বাসের বন্ধ দুয়ার-
তবু্ও নিয়তির মাঝে তোমার আমার লক্ষ  পারাপার!