আমি তোমার   দেশে,
ঘুমিয়ে  ছিলাম-
সেই কবেকার অন্ধকারে!
বহু জীবনের,
ক্লান্তির অবসাদ নিয়ে,
যখন আমি -
থমকে দাঁড়াই পথে!
দুচোখে তখন -
নেমে আসে এক-
মহাকালের চির নিদ্রা!
সেই আঁধার পৃথিবীতে,
হিম চাদরে -
কুয়াশার বিছানা পেতে!
শুয়ে ছিলাম-
সেই অদৃশ্য কারাগারে!
তারপর থেকে -
এই জীবনের মাঠে,
কেটে গেলো,
কত সহস্র বছর!
কত দিন-
হারিয়ে গেছে সেই-
অমোঘ রাতের আড়ালে।
কত নিশি -
হারিয়ে গেলো ওই,
পূর্ব দিগন্তের-
সোনালী সূর্যের গভীরে!
তবুও তুমি -
একবারও মনের ভুলে,
দেখলেনা চেয়ে-
তোমার ওই-
সুপ্ত মনের ঘরে,
কেমন করে,
মিশে আছি আমি -
বাতাসের বেশে,
নাকি ফুল হয়ে,
ফুটে ছিলাম,
তব হৃদয়  বাগানে।