ভেবে ভেবে একলা পথে,
মন উড়েছে ভাবের রথে-
চেয়ে দেখো নয়ন ভরে,
আমার এই প্রেমের তীরে,
পেতেছি এক সাধের খেয়া-
সেই পথে আসা যাওয়া।
নিত্য আসো জলের রূপে,
ঝাপিয়ে পড়ি মরন কূপে!
ফেরা হয়না আর  কোনদিন,
মনের ভুলে বাজেনা বীণ-
শান্ত পৃথিবীর নগ্ন বুকে,
মরি তাই ধুঁকে ধুঁকে -
জীবাশ্ম এক জ্বালানির মতো,
যেন যন্ত্রে পুড়ি অবিরত।