এই তো সেই-
অমানিশার রজনী,
দাঁড়িয়ে ছিলাম আমি,
পথের ধারে-
শুধু তোমার প্রতীক্ষায়।
ফিরে আসবে,
সেই অন্তিম কামনায়!
রাত চলে,
প্রভাতের সোনালি  দুয়ারে।
তবুও তুমি,
ফিরে আসোনি এই
হৃদয় নীড়ে!
সবিতা নতুন রুপে,
আসবে  শুনে,
ভোর এসেছিলো,
নিজের অজান্তে!
তবুও বুঝিনি আমি,
অমানিশা যবনিকা!
চলে গেল একটি,
কাল রজনী,
তবুও দেখা পাইনি,
প্রাণ সজনী!