তুমি আমার আপন বলে,
কাঁদিনা আর কোন ছলে,
তোমাকে পেয়েছি হৃদয় নীড়ে,
শত-সহস্র জীবনের পরে-
ভেঙেছে কালের খেয়ালি ঘুম,
শুনে তাই পড়েছে ধুম-
আমার স্বপ্নের পৃথিবীর বুকে,
পাখিরা গায় মহা সুখে!
ফুঁটেছে আজ মালতী লতা,
জানাতে সব মনের ব্যথা!
যত প্রেম ছিলো গোপনে,
ঢেলে দিবে বুঝি নির্জনে!
মহা মিলনের মাহেন্দ্রক্ষণের আশায়,
বসে থাকি পারের ঘাটায়!
যদি ভালোবেসে ধরো হাত,
কেটে যাবে এই রাত।
জীবনের মাঠে দেখবো আমি,
দিগন্তের ওপারে যেন তুমি,
বসে আছো সূর্যের আসনে,
আলো দিয়ে বাঁচাও ক্ষণে!
এমনি করে আরও বসন্ত,
তাপ দিয়ে হইওনা ক্লান্ত।
বাঁচিয়ে রাখো এই প্রাণ -
শুরু থেকে শেষ অঘ্রাণ!
এহ কাল থেকে পরকালে,
বেঁধে রেখো মোহের জালে।