আমার আমিতে মিশে,
দেখেছি ওই অস্তপারে,
কল্পনার অসীম সীমান্তে-
দূর অতীতের অন্ধকারে,
আমার হৃদয় মন্দিরে -
তারপর হটাৎ করে,
পশ্চিম আকাশের কোলে,
সহস্র নক্ষত্র জ্বলে,
আমাকেই ডেকে বলে,
ফিরে আয় ঘরে -
কিহবে ওই নীড়ে,
যদি না-পাও তারে,
ঘুরতে হবে জন্মান্তরে।