তুমি নামের এক দুর্লভ গোলাপ দেখে,
শ্রাবণের মধ্য নিশিতে হটাৎ উঠি জেগে,
বাতায়ন খুলে দেখি ওই আকাশের কোলে,
যেন সহস্র নক্ষত্রের ভীড়ে চন্দ্র দোলে!
তোমার আলো পেয়ে কেটে গেলো আঁধার,
তবু্ও পৃথিবী থেকে সপ্ত পারা-পার!
কতদূর কত মাইলের লম্বা হিসেব করে,
ক্লান্ত দৃষ্টি আবার আসে এখানেই ফিরে!
সময়ের স্রোত বয়ে যায়  প্রকৃতির নদে,
ফেলে আসা পথের চিহ্ন থাকবে কি আবাদে!
জানেনা মন তবুও হারিয়ে বুকের ধন,
খুঁজে মরি কোথায় প্রেমের অমরত্বের বৃন্দাবন!
হয়তো আমারি গৃহ কোনে অযত্নে অবহেলায়,
হারিয়েছি সেই কামনার চাঁদ  পুতুল খেলায়!