ইচ্ছে করে মরে যাই,
ইচ্ছে করে পৃথিবী ছেড়ে,
হারিয়ে যাই নরকের  অন্ধকারে!
যেখানে একবার গেলে কেউ -
ফিরে আসেনা আর কোনদিন,
তোমাদের এই মেকি সভ্যতায়।
ইচ্ছে করে সেই দেশে,
আগুনের শয্যায় বিছানা পেতে,
ঘুমিয়ে থাকি অনন্ত কাল!
তারপর কোন এক রাতে,
হটাৎ  ঘুম ভেঙে গেলে,
সেই অনল  শয্যা ছেড়ে -
ঢুলুঢুলু চোখের পাতা তুলে,
আনমনে উঠে দাঁড়াবো আবার।
চেয়ে দেখবো যন্ত্রণার নগর,
কেমন করে জ্বলে পুড়ে,
নতুন রূপে সেজেছে আজ-
কত পাপ কত তাপ-
জমে আছে সেই মাটিতে,
তবুও আমি আকুল হই-
এই মাটির পোড়া গন্ধে!
জানে মন জানে পাখি,
জানে এই মনের মাঝি-
একবার সেখানে হারিয়ে গেলে,
আর কোনদিন আসেনা ফিরে -
তবুও আমি যেতে চাই।