এই সুপ্ত পৃথিবীর বুকে,
মনে হয় কোন এক-
অদৃশ্য ভয়ানক  শক্তির প্রভাবে,
ওই আকাশের কোল থেকে,
ঝনঝন উদ্ভট শব্দ  করে,
ঈশান অগ্নি নৈঋত থেকে,
হটাৎ করে ঝরে পড়ে -
অসংখ্য আগুনের লেলিহান শিখা!
সেই ধুঁয়ার কুন্ডলী থেকে,
নেমে আসে কত শত,
অতৃপ্ত  প্রেতাত্মা'র কালো ছায়া!
তারপর দক্ষিণের দমকা  বাতাসে,
মানুষের বিচিত্র মুখোশ পরে,  
মিশে যায়  মানুষের'ই হাটে।
মানুষও তেমনি কেমন করে,
পালিয়ে গেছে বোধের আড়ালে।
মনে হয় সেই কবে-
কোন এক গ্রীষ্মের দুপুরে,
হটাৎ ওরা পথ হারিয়েছে,
বিকৃত অন্ধ গলির মোড়ে।