আলো আর অন্ধকারে কি যেন হাতড়ে বেড়াই,
         একাকী গভীর চিন্তায় বিভোর হয়ে!
             মাঝে মাঝে উন্মাদের মত,
         অস্থির চিত্তে আনমনে তোমাকে খুঁজি!
           ঝাউবনের শ্যাওলা পাতার ভিড়ে,
                  হিজল গাছের তলায়!
           সহস্র নক্ষত্রের আলেয়ার মাঝে!
               কল্পনার জাল বুনে যাই,
নিরবে নিভৃতে তোমাকে নিয়ে কবিতা রচনা করি!
       একবার ভাবি এই কক্সবাজার ছেড়ে,
      হটাৎ কোন এক হেমন্তের গোধূলিতে,
          ছুটে চলেছি তোমার নগরে!
হয়তো বাসে নয়তো ট্রেনের কামরায় বসে!
            জানালার পর্দা সরিয়ে,
দেখবো আরাকানের সুউচ্চ পাহাড়ের চুড়ায়,
     আছড়ে পড়ছে বাতাসে ভেসে আসা,
     সাদা কালো  মেঘের ধুয়ার কুন্ডলী!
জমে  উঠেছে গভীর কষ্টের চাপা জল কণায়! মেঘেরাও কাঁদে, ওদের ও দুঃখ আছে ঠিক আমার মত! আমি যেমন কাঁদি তারাও কাঁদে নিরবে নিভৃতে একাকী!