আমার এই আঁধার পৃথিবীতে,
তুমি যেন চাঁদ হয়ে -
আলো ছড়ালে সবার অজান্তে।
কত রাত এমনি করে -
ঝরে গেলে আমার বুকে!
স্তব্ধ  সেই তিমির ক্ষণে,
দিয়েছিলে ঠাঁই হৃদয় পিঞ্জরে!
তোমার স্বর্গীয় পরশ পেয়ে,
ভুলেছি জীবনের যত গান-
এখন মন কেন বলে,
মৃত্যু মাঝে পেয়েছি খুঁজে,
অমরত্বের সেই শ্বাশত পথ।
সেই অন্তিম পথ ধরে,
পাশাপাশি তুমি আর আমি,
হেঁটে যাবো মহাকালের সোপান।