এই জীবনের মাঠে,
প্রেমের পদ্ম ফুটে,
সৌরভ ছড়িয়ে যাবে,
সেই দিন কবে,
আসবে ফিরে নাকি,
বলো কতদিন বাকি!
জানি আর কোনদিন,
বাজবেনা মোহের বীণ,
পড়বেনা তোমার পদচিহ্ন,
যতদিন না-হও অভিন্ন!
জানি ফিরবেনা আর-
এখন তুমি কার!
তবুও মনের আকাশে,
স্মৃতি ভাসে বাতাসে!
তীর খাওয়া মুখ
তবুও বলে সুখ!
কোথায় তোমার ঘর,
বুঝলিনা আপন পর!