কি লিখিব বলো,তুমি বিহীন এ জীবনে ----
কবির কল্পনার আকাশে, আজি হলো কালো ঘোর বর্ষণে
তুুবি বিনা পুড়ে ছাই হলো,অন্তপরের সদ্য ফোটা প্রস্ফুটিত গোলাপের দল---
বন্ধু যদি তুমি একবার আসতে, দেখতে নয়ন মোর ছলছল
কত দিন, কত রাত,কত সহস্র বছরের না পাওয়ার অধিকার --
তিলে তিলে করেছে শেষ, কি আছে বলো আর হারাবার
এই যে তোমার দৃষ্টিতে বেঁচে আছি,মিথ্যে সে জীবনের নিঃশ্বাস ---
তবুও ওই কালে তোমাকে পাবো,এই মোর অন্তিম বিশ্বাস
ক্ষণিক ভালো বেসেছিলে,চিরকালের নাই হলে--
পরকালে এসো কিন্তু, আমার পরানের সুশীতল ছায়াতলে!
এই জনমে আমারই ভুল আর ভ্রান্তির ছলে, তোমাকে হারিয়ে --
মরণের দেশে, আমি রইবো সু প্রসস্থ বাহু বাড়িয়ে!
চাকতকের মত চেয়ে চেয়ে,আশায় বাঁধবো বুক-
হটাৎ যদি আসতো, বহু প্রতিক্ষার আমার সোনা মুখ!
সেই কামনায় মন গঙ্গায়,নাও ভাসিয়ে যাবো অনাদিকাল--
আসুক যত সেই পথে, বিপদের   ঘোর আন্ধার- জঞ্জাল!