তোমাদের এই স্বার্থের পৃথিবীতে -
আমার হৃদয় দোলে হতাশার সংগীতে!
গতিশীল গ্রহের যেদিকে তাকাই,
ঘৃণা আর অবজ্ঞা খুঁজে পাই!
কেউ বোঝেনা কষ্টের বেদন,
তাইতো মরূপথে করে যাই রোদন।
চাপা কষ্ট বুকে নিয়ে -
যন্ত্রণার সাগরে যাই তরী বেয়ে!
এ -জীবনে ক্ষয়ে গেলো-
আপন বলে কেউ কাছে এলো!
এমনি করে যায় বেলা -
জানিনা কখন সাঙ্গ করে খেলা!
আমি হারিয়ে যাই চিরতরে -
মহা-কালের অদেখা ঘোর অন্ধকারে.।
এমনই কত কথা ভেবে -
শত দুঃখ বেদনা বুকে চেপে!
আনমনে চাই আকাশে কোলে,
দেখি তুই নামের চন্দ্র দোলে!
দেখে সেই আপন আলো-
আচমকা সব দুঃখ মলিন হলো।