ওরে আমার মনের পাখি-
এবার উড়ে যাও তো দেখি-
আমার  এই খাঁচা ছেড়ে -
হারিয়ে যাও বহু দূরে!
যেদেশে তোমার আদি বাড়িঘর,
সেই দেশের মাটিতে আবার -
বসতি গড় আপন ভাবনায়,
খুঁজে দেখো সেই কিনারায়,
পাবে কি বলো আমারি মতন,
দুর্লভ জীবনের মানিক রতন!
যদি নাই হবে চিরকালের-
তবে কেন  সেই আমলের,
বাসা বাঁধো ভবের সংসারে!
যাবেই যদি আমায় ছেড়ে,
সাঙ্গ করে জীবনের খেলা,
ফিরে যাবে নীড়ে একলা-
অচিন কোন নগরীর গাঁয়ে,
রুহের তরী যাবে বেয়ে!
পড়ে রবে মাটির ঘরে,
ঘুমিয়ে থাকবো জনম ভরে!
পঁচে গলে মিশে যাবে,
হাড় হাড্ডি পোকায় খাবে!
ক্ষয়ে যাবে তোমার দুনিয়াদারী,
ভেবে দেখো ওরে অহংকারী।