তুমি যারে আপন ভেবে,
দিয়েছিলে মন-
সেই হবে মরন জ্বালা,
জানলোনা কেউ!
নিরবে শুধু চলে যাবে,
সমাধীর পথে -
যদি একবার হারিয়ে যাও,
আর কোনদিন -
ফেরা হবেনা এই মাঠে!
গাইবেনা গান,
এই জীবনের রঙিন উঠানে।
দেখবেনা আর,
ভণিতার মুখোশ পরা প্রাণী,
কেমন কর-
সভ্য মানুষের বেশ ধরে,
এসেছিলো কাছে!
একদিন যাদের ভালোবেসে তুমি,
দিয়েছিলে ঠাঁই,
নগ্ন বুকের গহীন পাঁজরে।
রেখেছিলে তারে,
যেন খাঁচায় পোষা পাখি,
বন্দী হয়ে,
এতদিন মিশে  ছিলো এখানে-
নিভৃতের অন্ধকারে!
অথচ  এতকাছে থেকেও তুমি,
কখনো আমি,
তোমার আপন হতে পারিনি!
তাইতো অবশেষে,
অবজ্ঞার বিষ পান করে,
বিদায় নিলাম-
তোমাদের এই পৃথিবীর ছেড়ে।