তোমার মতো এমন শশী,
যদি বাজাতো বন্ধুর বাঁশী,
ধন্য মতো এই জীবন -
মনে হতো হৃদয় বৃন্দাবন,
আবার কামনার সুপ্ত জলে,
ভেসে যাবে দলে দলে -
সহস্র নক্ষত্রের বিচিত্র আলো,
যতই আসুক বিরহের কালো।
তোমার মতো বন্ধু পেলে,
ভাসবো আর আখি জলে,
কাঁদবোনা আর কোন-দিন,
যদি শুনি তোমার বীণ-
হৃদয় মন্দিরের গোপন পথে,
উড়ে যাবে পাখি রথে!
আমার এই খাঁচা ছেড়ে,
যাবে একদিন তুমি ফিরে!
আপন দেশের উর্ধ্ব ভুয়ে-
চেয়ে দেখি নক্ষত্র ক্ষয়ে,
জন্ম নিয়েছে  আরেক পৃথিবী,
কল্পনার সেই মানুষের ছবি।