আমার মতো তুমিও যদি -
মনের আসনে বসে -
ত্রি - নয়নে  দেখতে একবার!
দূর অতীতের অন্ধকারে,
প্রেমের প্রদীপ হাতে নিয়ে,
দাঁড়িয়ে আছি একা-
এই নিভৃত পল্লীর বুকে।
হৃদয়ের কথা ভুলে,
নিয়েছিলাম অমরত্বের সুরা হাতে,
একদিন আসবে ফিরে,
তব আত্মিক গঙ্গার তীরে,
নগ্ন পায়ে হেঁটে,
বসবে সেদিন যমুনার ঘাটে।