প্রকৃতির এই রঙ্গিন রঙ্গ  মঞ্চে দাঁড়িয়ে
কি সুখ কামনা করিয়াছি দু হাত বাড়িয়ে!
কখনো আনমনে কখনো অবচেতনে কখনো দিবা-স্বপ্নে-
সাধিছি তব রুপ মনোহর একাকি সংগোপনে!
কখনো সাধু'র বেসে কখনো হইয়াছি নিঃস্ব প্রজা--
কখনো বিশ্বপ্রেমিক কখনো হইয়াছি মেকি মহারাজা!
কখনো বাবা হইয়াছি কখনো  বাধ্য সন্তান--
চেষ্টা করিয়াছি রাখিতে পিতা মাতা'র সন্মান!
কখনো সাজিয়াছি পতি-দেবতা শুন্য দেবালয়ে--
কি জানি মানস করে আপনারে খুঁজি স্বর্গ নিলয়ে!
পথভোলা বিকৃত প্রাণীর ভিড়ে কি সন্ধান করি--
গুহ্য রহস্যে ভরা আজি তোমার আমার কাল এ বিভাবরী!