কত দূর গেলে,
কতটা আঘাত পেলে,
খুলে যাবে তোমার,
মনের ওই দুয়ার!
বুঝিবে সেদিন তুমি,
লুকিয়ে ছিলাম আমি,
তব হৃদয় নীড়ে,
চলেছি অতি ধীরে,
স্বপ্ন গঙ্গা'র স্রোতে-
খোঁজোনি কখনো আলোতে,
অনল প্রবাহে ভেসে,
কে চলছে হেসে!
সৃষ্টির আদি হতে,
বর্তমান কালের সংগীতে।
গাইছে মিলনের গান,
রাঙাতে মোর প্রাণ!
বসে ওই ঘাটে,
যদি আসে তটে!
পূনর্জন্মের ঋণ সুধিতে,
ঢুকে যাবে নদীতে।
আবার উঠবো জেগে,
ঘুমন্ত পৃথিবীর অস্তরাগে!
মুঁছে যাবে আলো,
চেয়ে দেখবে কালো,
চারপাশে শুধু অন্ধকার,
বেড়ে চলছে ভার।