যেদিন আমি হারিয়ে যাবো,
মহাকালের অতল অন্ধকারে -
সেদিন তুমি ফিরে এসো,
ওই আসমান থেকে -
দক্ষিণের বাতাসে ভেসে ভেসে,
অবশেষে মিশে যেও-
হেমন্তের স্বচ্ছ শিশিরের ডগায়।
না-হয় অন্য রূপে -
ফিরে এসো এই বুকে,
পাতা ঝরা বসন্তের বাতাসে,
হটাৎ ঝরে যেও-
সমাধির সবুজ দুর্বা ঘাসে।