হে নিয়তি হে অদৃশ্য বাতাস -
শেষ কবে তুমি,
ভয়াল তান্ডবে বয়ে যাবে-
দূর অতীতের স্মৃতি ভুলে,
আমার মাটির খাঁচা ছেড়ে,
মিশে যাবে মহাশূন্যের অপারে!
ফিরে আসবেনা আর কোনদিন,
নশ্বর পৃথিবীর নিথর দেহে -
উঠবেনা আর কোন সুর,
জীবন বীণার অদৃশ্য তারে!
গাইবেনা আর বসন্তের গান,
ফুটবেনা ফুল যৌবন বাগানে,
ভাসবেনা তরী কামনার সাগরে।
চারদিকে কেবলই স্মৃতির মেঘ,
ভেসে ভেসে এক দিন,
ঝরে যাবে বাস্তবতার মাঠে।