যদি এমনি করে,
বয়ে যায় বেলা,
ওই মেঘের আড়ালে!
তবে কেন আমি-
বসে থাকি একা,
পৃথিবীর অথৈ সাগরে,
ভাসাই জীবনের  ভেলা !
জানি কোন একদিন,
ডুবে  যাবে তরী,
উঠবেনা আর জেগে -
বইবেনা সময়ের ভার!
তবে কেন আমি-
জেগে থাকার অভিনয়ে,
বেঁচে উঠি কতবার!
তোমাদের এই মঞ্চে -
বিচিত্র মুখোশ পরে
গেয়ে উঠি গান!
মিলনের বিরহের  জীবনের।