শুধু তোমাদের মতো-
চলাফেরা করি বলে,
মনে করো আমি -
আজও বেঁচে আছি,
মানুষের এই শহরে?
কিন্তু বিশ্বাস করো -
যেদিন ভিতর থেকে,
উড়ে গেছে পাখি!
সেদিন থেকে আর-
বেঁচে নাই আমি!
এখন তোমাদের চোখে -
যে মানুষটা দেখছো,
জাগতিক চশমা পরে?
সেই মানুষটা আর-
বেঁচে নাই এখানে,
যদিও কথা বলি,
হাসি,খেলি,গাই!
জীবনের মাঠে ঘাটে,
যৌবনের ভরা ভাদ্রে,
পালতোলা নৌকার মতো,
ভেসে চলি জলে-
কিন্তু আমি যে-
বহু-দিন আগে,
মরে গেছি হটাৎ!
যদিও এখনো আমার-
কবর হয়নি আজও,
তাই বলে কেন?
বিশ্বাস করোনা আজ!
আমি নাই এখানে,
না আছে কোনকিছু,
না আছে আমার-
নামের শেষ অস্তিত্ব!