হে বন্ধু,
হে আমার আত্মার ধ্বনি -
হে আমার স্বপ্ন -
এতদিন কোথায় ছিলে!
আকাশে নাকি বাতাসে-
নাকি নক্ষত্রের ভীড়ে,
নিজের মুখ লুকিয়ে,
ঘুমিয়েছিলে মেঘের আড়ালে!
অথচ তুমি ছিলে,
এই বুকের পাঁজরে,
কতদিন কতকাল কাতরাত -
ভিন্ন দেহে অভিন্ন সত্তায়-
মিশে ছিলে হৃদয়ে,
অস্থি মজ্জায় শিরা-উপশিরায়!
ঘুমিয়ে ছিলে এতকাল।
একদিন নিয়তির ডাকে,
হটাৎ হারিয়ে গেলে,
আমার খাঁচা ছেড়ে,
দূর হতে দূরে -
তারপর কোন মাহেন্দ্রক্ষণে,
দেখি এই আকাশে,
উজ্জ্বল নক্ষত্রের বেশে,
উদয় হয়েছে আমার -
হৃদয় সাহারার কোলে।