বনের পাখি মনের ঘরে,
কেন পুষে রাখি,
এই বুকের অন্ধকারে!
এতদিন  যারে আমি,
রেখেছিলাম আমার  হৃদয় পিঞ্জরে,
আজ কেন গো-
হটাৎ করে উড়ে গেলো!
আমার পৃথিবী ছেড়ে,
কল্পিত সেই স্বপ্নের ঠিকানায়।
হারিয়ে গেলে তুমি,
কবেকার নক্ষত্রের শেষ রাতে,
মিশে ছিলে বাতাসে!
এক শরতের গোধূলি বেলায়।
তারপর থেকে আমিও -
আবেগের ফানুশে ভেসে চলেছি,
এদেশ থেকে ওদেশে -
এক গ্রহ থেকে গ্রহান্তরে,
নক্ষত্র থেকে ছায়াপথ!
মঙ্গল থেকে শনির পথে,
হটাৎ থমকে দাঁড়াই!
দেখলাম সেই বিদঘুটে অন্ধকারে,
সাঁ সাঁ শব্দে -
তুমি উড়ে যাও একাকী!
সৃষ্টির গভীর  সন্ধানে,
নাকি প্রলয়ের বার্তা নিয়ে,
আবার ফিরে আসবে এখানে,
পাখি হয়ে নয়,
মানুষের বেশে আমার ভুবনে।