হে নন্দিনী,
কে তুমি,
এলে এই -
মৃত নগরীর তোরণে।
তোমাকে দেখে,
উঠেছে জেগে,
অমানিশার রাতে,
দুর্লভ  শশী।
কেটেছে আঁধার,
এসেছে আলো,
মুঁছে গেলো সবই।
পেয়েছি তোমায়,
শুনেছি গান,
বলেছে হৃদয়,
কেন দূরে রয়।
কান পেতে শুনি-
পায়ের ধ্বনি,
বেজে ওঠে,
হৃদয় কোনে,
তবুও কোন দিন।
হয়নি দেখা,
চোখের নীড়ে,
মনের আকাশে,
উদয় হওনি ভুলে।
ওগো নন্দিনী,
এলে তুমি,
আমার দ্বারে!!