জীবন সায়াহ্নে দাঁড়িয়ে,
সোনালী ভোর দেখে,
সহসা চমকে উঠি!
একবার নয় বহুবার।
হৃদয় আকাশের দিকে,
যখনই চোখ রাখি,
তখনই ভেসে উঠে,
তুমি নামের শশী!
ভাব আর ভাবনায়,
নিজেকে হারিয়ে ফেলি,
কবেকার জীর্ণ শীর্ণ,
এক প্রাচীণ প্রাসাদের,
ক্ষয়িষ্ণু দেয়ালের পিঠে!
স্মৃতির সপন দেখে,
পথ চলি অন্ধকারে।
এ বুকের পাঁজর থেকে,
যখনই বেরিয়ে আসে,
চাপা কষ্টের দীর্ঘশ্বাস,
তখনই দমের হাওয়া,  
ধুসর মেঘ হয়ে,
মিশে যায় বাতাসের,
গভীর থেকে গভীরে!
ঘূর্ণি বায়ুর তালে,
যুগ-যুগান্ত ঘুরে,
মেঘের কুন্ডলী পাকিয়ে,
কোন এক শ্রাবণের,
ঘোর সন্ধ্যা বেলায়,
অঝোরে ঝরে পড়ে ,
বিরহের অবিরাম বর্ষণ!