আলোর যুগে অন্ধকার দেখি দাসত্বের নির্মম পদাঘাতে--
দুর্বল  যারা বিপাকে পড়ে তারা জীবনের  পদক্ষেপে!
কত স্বপ্ন কালের শৃঙ্খলে বন্দী হলো অদৃশ্য ফাঁদে-
চেঁয়ে দেখ কত প্রাণ মুক্তির সুপথে নিরবে কাঁদে!
কি দেখি ওই  পোকায় খাওয়া আপেলগুলো  স্বর্গীয় সুখে---
হাসছে তারা সে কি মহানন্দে  আমাদেরই দুঃখে!
হায়রে মনুষ্যত্ব হায়রে ওদের  বিবেকের ঝলকানি-
অস্তিত্বের জলতরঙ্গে  কিসের এত নব্য ফুটানি!
জানি হৃদয়হীন দেব মূর্তির রুক্ষ  পায়ে পড়ে---
শুষ্ক মরু দিগন্তে  বৃষ্টির জলে যাবেনা ভরে!
হায় রাসুল দেখে যাও তোমার নামধারী উম্মত ---
কি করে পরাধীনতার শিকল পরিয়েছে হাকিয়ে হিম্মত!!
আধুনিক দাসত্বের অদৃশ্য কারাগারে বন্দী যাদের প্রাণ-
অতৃপ্ত আত্মার কান্নার মাঝে আজ যাতনার অঘ্রাণ!