যেদিন থেমে যাবে,
এই পৃথিবীর সমস্ত কোলাহল,
ঈষাণ অগ্নি নৈঋতে-
সহসা নেমে আসবে স্তব্ধতা!
চারদিকে শুধুই হাহাকার -
মহাশুন্যে চেয়ে কেবলই প্রতীক্ষা।
কখন শুনবে সেই -
মহা- প্রলয়ের মহা সংকেত!
কখন  উঠবে বেজে-
দৈব সেই বাঁশীর সুর!
থেমে যাবে গান-
উড়ে যাবে সাধের গ্রহ-
বাতাসের তালে তালে।