কত জন এলো গেলো জীবনের শেষ  পার ঘাটে ---
দু চোখের সামনে ঝরে গেছে কত কুসুম না ফুটে!
পথহারা কত প্রেমিক হারিয়েছে পথ গিয়েছে বিপথে--
আনমনে করেছে পার পায়নি কভু খুঁজে জীবনের রথ!
কত প্রাণ মুক্তির নেশায় হারিয়েছে জীবনের অভিধান-
তবুও তাদের সত্তায় সত্যের প্রদীপ জ্বলেছিলো অম্লান!
সুপথে'র খোঁজ পায়না সবাই তাই তো কেবলই ঘোর--
ঘুরে- ফিরে জীবন করলি পার তাই এ দশা তোর!
সত্য চিরন্তন শ্বাশত সুন্দর পথ ছেড়ে তোরা--
কোন পথে হারালি অবুঝের মতো জীবনের তোড়া!
সত্য সেতো অতি সহজ যদি বোঝ মনে--
আপনার কক্ষে ধরা দিবে সে তোমার দিব্য জ্ঞানে!