ইচ্ছে করে তোমাদের মতো,
আমি ভাসি সুখের জলে,
ইচ্ছে করে প্রকৃতির গঙ্গায়,
কামনার তরী বেয়ে বেয়ে,
হারিয়ে যাই দূর মোহনায়!
মহামিলনের বাঁশী হাতে নিয়ে,
সুর তুলি তোমার প্রেমের।
তারপর সুর থেমে গেলে,
স্তব্ধ পৃথিবীর ক্ষয়িষ্ণু হৃদয়ে,
তোমার নামের মালা গেঁথে,
দমের ঘরে বসে বসে,
শুধু তোমাকেই আরাধনা করি।
কোন এক ঋষির মতো,
জাগতিক সব মোহ ভুলে,
বিশাল বটবৃক্ষের নীচে বসে,
আমার দুচোখ বন্ধ করে,
কেবলই তোমাকে ডেকে ডেকে,
অস্হির চিত্যে চেতনা হারিয়ে,
নিজেকে উৎসর্গ করি তোমাকে।