মৃত্যুর দুয়ারে বসে,
তোমার প্রেমে মিশে,
হটাৎ স্বপ্ন দেখে,
উঠেছিলাম আমি জেগে।
কল্পজগতের ধুসর পৃথিবীতে,
শ্রাবণের শেষ প্রভাতে।
গাঙচিলের ঝাঁকের ভিতর,
দেখি এক কবুতর-
পড়ে আছে একা,
পৃথিবী তার ফাঁকা!
কেউ নাই সাথে,
মরনের ওই রথে!
তবুও কামনার তরী,
বেয়ে যায় বিভাবরী।
যদি আসে ভোর,
খুলে দেয় দোর,
শেষ পারের আশায়,
মনের ভাসায়,
দূর অজানার পথে,
বিষাদের কালো রাতে।
পোড়া বাঁশীর সুরে,
হারিয়ে গেছো দূরে,
ফেরা হয়নি ঘরে,
বহু জন্ম ধরে।