কোনদিন আর ফিরবেনা জানি,
এই হৃদয় নগরীর দ্বারে,
কোনদিন গাইবেনা আর গান,
আনমনে বাঁজাবেনা আর বাঁশী!
দুরন্ত  কিশোরীর  মতো আর-
উড়াবেনা কোন  স্বপ্নের ঘুড়ি।
সুনীল আকাশের খোলা প্রান্তরে,
আর কোনদিন জানি তুমি,
পা ধুয়ে বাড়ি ফিরবেনা,
বাঙালি নদীর ঘোলাটে জলে।
হেমন্তের ঘোর কুয়াশা মাড়িয়ে,
হাড়কাঁপানো শীতে দাঁড়াবেনা আর!
এই কাজল বিলের ধারে!
আর কোনদিন হবেনা দেখা,
পেঁচিবাড়ীর লক্ষী পুজোর মেলায়।
বায়না করবেনা আলতা মেহেদী'র,
তবুও অবোধ শিশুর মতো,
এই গাঁয়ের মেঠো পথে,
চেয়ে প্রতীক্ষার প্রহরও গুণি।