বহু জন্ম ঘুরে,
আবার এসেছি ফিরে -
তবে এবার শোন,
মানো কিনা মানো!
আসিনি মানুষের রূপে,
গন্ধ ছড়াই ধুপে-
নিরবে জ্বলে পুড়ে,
বাতাসে উড়ে উড়ে,
মিশেছি তোমার পৃথিবীতে,
শ্বাশত প্রেমের সংগীতে!
সুর তুলে এবার -
খুলেছি মনের দুয়ার!
চেয়ে দেখো তুমি -
হৃদয়ের পূন্য ভূমি!
কঠিন মাটির বুকে,
মরি আমি ধুঁকে -
অবজ্ঞার বৃক্ষ তলে,
কেঁদে ফিরি আঁখিজলে।
জ্বালাতে প্রেমের বাতি,
ক্ষয়েছি চোখের জ্যোতি!
সেধেছি তোমার নাম-
কোথায় সেই ধাম?