তোমাকেই চেয়েছি শুধু  
তোমাকেই সেধেছি প্রাণে-
সুপ্তি ঘুমের অন্ধকারে!
অকস্মাৎ উঠেছি জেগে,
গভীর রাতের কোলে।
শুধু একটি বার,
তোমাকেই দেখবো বলে-
জেগেছি কত রাত!
নিশাচর পাখির মতো -
দেখেছি ওই আকাশ,
পথহারা চাতকির চোখে -
যেন হটাৎ করে,
ঝরে গেছে চাঁদ,
নগ্ন পৃথিবীর বুকে!
তবুও দেখিনি আলো-
আমার শুন্য নীড়ে।