তোমরা যখন ঘুমিয়ে থাকো,
স্বর্গের গোপন কুঠুরিতে-
আমার তপ্ত  পৃথিবীতে তখন,
আগুনের বৃষ্টি ঝরে!
নেমেছে তাই প্লাবন সন্ধ্যা,
ঘনিয়ে আসে আঁধার।
সময় হলো দুয়ার খোলো,
ভুলে যাও ইতিহাস!
করুণা করে ঠাঁই দিও-
তোমার হৃদয় মন্দিরে!
ক্ষয়ে গেছে মনের মাটি,
তাই নিশ্বাস ফেলি,
কষ্টের হতাশার যন্ত্রণার দুঃখের!
সইতে পারিনা আর-
ইচ্ছে করে এই দেহ,
ভেসে দেই মৃত্যুর সাগরে!
হারিয়ে যাই চিরতরে -
তোমাদের নষ্ট  সভ্যতা ছেড়ে।
বসতি গড়ি আবার-
নতুন করে নতুন রূপে।