জীবনের সন্ধ্যা বেলায়,
কেন বেজে উঠে,
আমার মরনের বীণ!
তবে কি এখন-
ঘনিয়ে আসবে আঁধার -
নিভে কামনার বাতি?
তবুও তোমাকে ভেবে,
স্বপ্নে বাঁধি ঘর-
ওই মেঘের আড়ালে।
বোঝেনা অবুঝ মন,
ছিলোনা কেউ আপন!
কখনো কি আমাকে,
বেসেছিলে ভালো একবার -
তোমার মনের অজান্তে?
দেখেছিলে কি কখনো -
আমার হৃদয় পিঞ্জরে,
লুকিয়ে ছিলো কেবা?
চিরদিন সেই ঘরে,
পুষে রেখেছি যারে!
নিভৃতের অন্ধকারে।
কেউ বোঝেনাই বলে,
এই মায়ার সংসারে।
তাইতো এবার বুঝি,
বিদায়ের ঘন্টা শুনি-
চলে যাবো ফিরে,
মৃত্যু নামের দেশে।
পৃথিবীর মোহ ভুলে,
মুখ লুকাবো বাতাসে!
হায়রে আমার জীবন,
তাসের ঘরের মতন-
বুঝিনা কখন জানি,
একদিন হটাৎ করে,
মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে,
বলবো কত কথা -
প্রাণহীন হিম দেহে,
ছিঁটিয়ে দিবে তখন,
তোমার প্রেমের ধুপ!
জ্বালাবে সমাধির বুকে।
ঘুমন্ত পৃথিবীর কোনে,
ঘুমিয়ে যাবো চিরতরে।