তোমাদের এই নশ্বর পৃথিবীতে,  
কোনদিন চাইনি আমি-
কল্পিত সেই স্বর্গ সুখ।
চেয়ে-ছিলাম শুধু,
ভাবনাহীন খোলা প্রান্তরে,
বটবৃক্ষের নীচে খড়কুটোর ঘরে,
নিশ্চিন্তে ঘুমিয়ে থাকি।
এই জীবন চলার পথে,
ভুলেও কখনো আমি,
চাইনি তোমাদের মতো সেই,
বিশাল অট্টালিকার গৃহে,
আয়েশি জীবন কাটিয়ে যাই,
সাহেব বাবুদের মতো।
চেয়েছিলাম নগ্ন আকাশের নীচে,
মাথা গোঁজার ঠাঁই।
অথচ প্রকৃতির বিশালতার মাঝে,
সবার সবই আছে,
শুধু আমার কিছু নেই।
উদ্বাস্তু জীবন সাগরে,  
আজ শুধু  হতাশার ঢেউ,
মনের তীরে এসে,
হটাৎ করেই আছড়ে পড়ে।