আজ কেন মৃত্যুর হাতছানি দেখি চোঁখের সামনে --
অজানা পথের ধারে কে যেন ডাকছে!
অস্তরবির শেষ রশ্মির মাঝে বিদায়ের  ধ্বনি ---
উঃ কি দুঃসহ যন্ত্রণার  পাহাড় এ বুকে!
অন্ধকার পৃথিবীর তপ্ত বালুরাশির গহবরে কি লুকানো?
আমি জীবিত ও মৃতের মাঝামাঝি চেয়ে আছি --
সূর্যমুখীর মত এক পায়ে দাঁড়িয়ে দেখছি তোমার মুখ!
এ কোন বিদেশি আমার ঘরে এলো দাওয়াত পত্র হাতে--
মরণের নাকি জীবন গোধূলির সন্ধ্যা প্রদীপ!
কতকালের বিরহ ব্যথা জমা এ বুকে--
আজ একমুহূর্তে সব নিষ্পেষিত সকল রক্তজবা!
ভোরের শিশির কণার দুঃস্বপ্ন আর দেখতে চাইনা তোমার মাঝে!
আমাকে নিয়ে চলো তোমার ঐ অসীম জগতের ধুসর পৃথিবীতে