ওগো বন্ধু ওগো -
তুমিও আমারি মতন,
যদি করো যতন,
খুঁজে পাবে রতন-
তোমার হিয়া নীড়ে,
পাবে যেন ফিরে,
সেই কল্পিত বন্ধুরে-
যার লাগি এতকাল,
উড়েছো মনের পাল-
এবার করো খেয়াল-
তোমার আপন ঘরে,
দেখো বহুদিন পরে,
আঁধার গেছে সরে!
ভিন্ন দেহের মাঝে,
কেন যেন সেজে-
মরিছে আজ লাজে!
বয়ে যায় বেলা,
সাঙ্গ করে খেলা,
চেয়ে থাকি একলা,
মহাকালের এই পথে,
আর কে আছে সাথে,
জীবনের শেষ প্রভাতে!