শ্রাবণের এই পড়ন্ত বেলায়,
মন যে আমার হারায় -
তোমার ওই মায়াবী চাহুনিতে,
মিশে যাই বিরহী সংগীতে!!
ভুলে যাই পৃথিবীর মায়া,
যখন দেখি সেই ছায়া!
ঠিক যেন গ্রীষ্মের দুপুরে,
ঝংকার তুলে হাওয়ার নুপুরে!
উড়ে যাও অসীমের পথে,
কোন এক অচিন রথে!
ভেসে যাও বাতাসের বুকে,
যখন আলো হয় ফিকে।