হে দেবী,
স্বর্গের ওই শ্বাশত সুখের আসন ছেড়ে,
ফিরে এসো একবার এই পৃথিবীর বুকে,
শুধু একবার শুধু একবার চেয়ে দেখো,
সৃষ্টির মহামায়া ভুলে অনুরাগের আসন পেতে,
ঘুমিয়ে আছে তোমার'ই অভিন্ন সত্তার রূপ।
যারে তুমি হারিয়ে ছিলে কবেকার অন্ধকারে,
খেয়ালী মনের হেয়ালি ভাবনার অদৃশ্য স্রোতে।
তারপর মিশে গেছো আসমানের সুনীল প্রান্তরে-
মাঝপথে কেঁটে গেছে শত জন্মের প্রহর,
বসন্তের ফুল ঝরে গেছে বুনো পথে,
কত দিন কত রাত কেঁটে গেছে -
আমার এই আঁধার পৃথিবীর হৃদয় মন্দিরে।
ফেরা হয়নি আর কোন দিন কোনকালে,
শুধু সাতসমুদ্র তেরো নদীর অপার থেকে -
বসে বসে দেখেছো এই জীবনের মাঠে,
কতটা ফলেছি কষ্টের যন্ত্রণার বিরহের ফসল।