আমার আঁধার জীবনে,
তোমাকে চন্দ্র ভেবে,
আরও ক'টা দিন -
বেঁচে থাকি পৃথিবীতে।
আরও কিছু দিন,
হাসি আর গানে,
হৃদয় দুলিয়ে নাচি-
দুরন্ত কিশোরের মতো।
ইচ্ছে ছিলো একদিন,
তোমার পাশে দাঁড়িয়ে,
ভরা পূর্ণিমা'র রাতে -
বসে থাকি নির্জনে!
জোনাকি পোকা সাথে,
খেলা করি বাতাসে।
আমার ইচ্ছে ছিলো -
তোমার হাত ধরে,
পাশাপাশি হেঁটে যাই -
হিমছড়ির বিস্তীর্ণ পথে!
কখনো ইনানী'র জলে,
ডুবে থাকি কিছুক্ষণ।
যখন বাতাসের তালে,
ভেসে আসবে সাম্পান,
তখন মাথা তুলে -
দেখবো রঙিন পাল!
খুব ইচ্ছে ছিলো-
তোমাকে সঙ্গে নিয়ে,
পাড়ি দিবো মহাকাল,
সাতসমুদ্র তেরো নদী,
পাহাড় পর্বত ছাপিয়ে,
উর্ধ্ব আলোর সন্ধানে,
মিশে যাবো বাতাসে।
ইচ্ছে ছিলো যেদিন,
হতাশার মাঝ দরিয়ায়,
নিমজ্জিত হবে দেহ-
সেদিন অলৌকিক ভাবে,
বাঁচাবে আমা র প্রাণ।
তারপর পরম মমতায়,
জড়িয়ে ধরে বুকে,
বলবে কত কথা!
শত জন্মের স্মৃতি,
পড়বে মনে জানি-
ফেলে আসা সেই,
পথের ধুলার ঘরে,
যারে তুমি একদিন,
দিয়ে ছিলে ফেলে-
অবজ্ঞার অদৃশ্য সাগরে।
সেই সব কথা-
বিষের বাঁশি হয়ে,
বাজবে তোমার হৃদয়ে।