যদি একবার ভালোবাসো তবে,
তোমার স্বর্গীয় রূপের আগুনে,
জ্বলে  অঙ্গার হতে পারি।
সলীল সমাধি হয়ে আমি-
বিলীন হবো ওই আকাশে!
ডুবে যেতে চাই একবার -
তোমার সৌন্দর্যের এই মহাসাগরে।
একবার নয় বহু-বার -
যদি একবার হাত দু'টো ধরো,
তবে অনায়াসে হেঁটে যাবো,
ওই হিমালয়ের  দুর্গম গিরিপথ।
যদি একবার দেখতে পেতে,
তোমার দিব্য জ্ঞানের দৃষ্টিতে -
তবে আচমকা দেখবে একহৃদয়ে,
কতটা কষ্টের মেঘ জমে-
এতদিনে সৃষ্টি হয়েছে পাহাড়!
তবুও কেন তোমার বাতাসে,
বৃষ্টি  হয়ে ঝরে পড়েনা-
তোমাদের পৃথিবীর মাঠে ময়দানে।