যদি এমন হতো,
এই মানব জীবনের,
সব ভেদাভেদ ভুলে,
ঈশ্বরের পরম কৃপায়,
তুমি আর আমি,
মানব দেহ নিয়ে,
জন্ম নিয়েছি আবার-
কোন এক রাজপ্রাসাদে।
রাজার কুমার আর-
রাজ কন্যা'র বেশে,
ঘুরছি দেশ হতে দেশান্তরে!
তারপর বহুযুগ পরে,
হটাৎ এক দিন,
ঝড়ের পাখি হয়ে,
বসলাম কোন এক,
হেমন্তের হিম সকালে।
দিগন্ত বিস্তৃত সেই -
পৃথিবীর শেষ কিনারে,
দেখলাম ওই আকাশে,
সহস্র নক্ষত্রের মাঝে,
তুমিও মিশে গেছো!
আর এখানে আমি -
কেবলই ছটফট করে,
মৃত্যুর প্রহর গুনে,
সন্ধ্যার তারা দেখি।