যদি পারো ওই সব-
স্বার্থপর আত্মকেন্দ্রিক মানুষের মতো,
তুমিও একদিন হারিয়ে যাও-
পথহারা বুনো কোকিলের মতো,
বসন্তের বাতাসে ভেসে ভেসে,
অদৃশ্য হয়ে যাও আকাশে।
যদি কখনো মনে পড়ে -
এই নিষ্কাম পাগলের কথা,
তবে প্রচন্ড ঝড়ের বেগে,
ফিরে এসো কোনো এক -
বর্ষার পড়ন্ত বিকেলের জলে,
ফিরে এসো গভীর রাতে,
জনশূন্য নিঃশব্দ এই  দ্বীপে।